সারা বাংলা

জয়পুরহাটে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র মোস্তাক

জয়পুরহাটে চিত্রাপাড়া সার্বজনীন মডেল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে পৌর শহরের চিত্রাপাড়াতে প্রধান অতিথি হিসেবে এই মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মোস্তাক।

ভিত্তিপ্রস্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘বাংলাদেশ সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টানসহ সবাই মিলে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছে। এখন সবাই এক সঙ্গে দেশের উন্নয়ন করছি।’ 

অনুষ্ঠানে চিত্রাপাড়া সার্বজনীন মন্দিরের নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অ‌্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ‌্যাডভোকেট হৃষিকেশ সরকার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, কাউন্সিলর ইকাল হোসেন সাবু, চিত্রাপাড়া সার্বজনীন মন্দিরের সভাপতি সিতারাম সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।