সারা বাংলা

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৪৭ 

গোপালগঞ্জে নতুন করে আরো ৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৪৭ জনে।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- কাশিয়ানী উপজেলায় ১৩ জন, সদর উপজেলায় ১২ জন, কোটালীপাড়া উপজেলায় ৫ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৪ জন ও মুকসুদপুর উপজেলায় ৪ জন। 

সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত মোট ৮ হাজার ৫৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬০৫ জন। মারা গেছেন ৩০ জন। একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন।

জেলায় আক্রান্ত ২০৪৭ জনের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ৭৩০ জন, কাশিয়ানী উপজেলায় ৩৬০ জন, কোটালীপাড়া উপজেলায় ৩৪২ জন, মুকসুদপুর উপজেলায় ৩১৮ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২৯৭ জন।