সারা বাংলা

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরায় আরও একজনের মৃত্যু  

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনসার গাজী (৬৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এনিয়ে এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ৬৩ জন।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে তিনি মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মেডিক‌্যাল অফিসার ডা. মানস কুমার মণ্ডল।

মৃত আনসার গাজী জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের আমির আলীর ছেলে।

ডা. মানস কুমার মণ্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ কোভিড উপসর্গ নিয়ে গত ৮ আগস্ট বিকেলে মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন আনসার আলী গাজী।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গেলো রাতে তিনি মারা যান।  মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, স্বাস্থ্য বিধি মেনে তার মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।