সারা বাংলা

দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে ভূমি রক্ষা কমিটির সভাপতির স্ত্রী নিহত

খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামের ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের স্ত্রী মোর্শেদা বেগমকে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আব্দুল মালেকের ছেলে মো. আহাদ।

শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন ধরে গুচ্ছগ্রামের ৮১২ পরিবারের ভূমি বিরোধ নিয়ে আন্দোলন করে আসছেন সোনা মিয়া টিলা ভূমি রক্ষা কমিটি। আর এ কমিটির সভাপতি ছিলেন আব্দুল মালেক।

খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করেছে। আহত মো. আহাদকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসপি আরও বলেন, এখানকার আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।