সারা বাংলা

খুলনায় করোনায় আক্রান্ত ৫ হাজার ছাড়ালো

খুলনা মহানগরীসহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪৭ জন শনাক্ত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯ জনে।

এছাড়া, সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৪। আর প্রাণ ঝরেছে ৭৫ জনের।

খুলনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার পর্যন্ত খুলনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৯ জন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৪৯২ এবং নারী ১৫শ জন।

যার মধ্যে দাকোপ ১৩৪, বটিয়াঘাটা ৪৫, রূপসা ২১০, তেরখাদা ৫৩, দিঘলিয়া ১০৬, ফুলতলা ২০০, ডুমুরিয়া ১৫৬, পাইকগাছা ১১৬, কয়রা ৬৪ জন করোনায় আক্রান্ত। এছাড়া, খুলনা সিটি করপোরেশন এলাকায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯০৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৭৭৪ জন। আর মৃত্যু হয়েছে ৭৫ জনের।

এদিকে, খুলনা মেডিক‌্যাল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে মহানগরীসহ খুলনা জেলাতেই ৪৭ জন। শুক্রবার খুমেকের পিসিআর ল্যাব থেকে এ তথ্য জানানো হয়।

কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে শুক্রবার মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনার নমুনা ছিল ১৬০টি। এদের মধ্যে মোট ৯৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। যার ৪৭ জন খুলনার।

এছাড়াও খুমেক ল্যাবে বাগেরহাটের ৪ জন, সাতক্ষীরা ৩৬, নড়াইল ২, যশোর ৪, পিরোজপুর ও ঝিনাইদহয়ে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।