সারা বাংলা

‘খুনিরাই বলেছেন কারা বঙ্গবন্ধুর হত‌্যায় জড়িত’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘খুনিরাই বলেছেন কারা বঙ্গবন্ধু হত‌্যায় জড়িত ছিলেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে খুনি মাজেদ বলেছেন- বঙ্গবন্ধু হত্যায় কীভাবে জড়িত ছিলেন জিয়াউর রহমান। ফাঁসির রায় কার্যকরের আগে তিনি এ জবানবন্দি দেন। আজ বাঙালি জাতি সেই শত্রুকে চিহ্নিত করে জিয়াউর রহমানকে ঘৃণাভারে ছুঁড়ে ফেলে দেবে এটাই আমাদের প্রত্যাশা।’

শনিবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫-তম শাহাদাত বার্ষিকী‌ ও জাতীয় শোক দিব‌সে গোপালগ‌ঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে এসব কথা বলেন নানক।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত‌্যায় জিয়াউর রহমান কীভাবে মদদ দিয়েছেন, কীভাবে তাদেরকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন এবং সহযোগিতা করেছিলেন তাও বলেছেন মাজেদ।’

আওয়ামী লীগের অপর প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল মুহাম্মদ ফারুক খান বলেন, ‘বঙ্গবন্ধুর পাঁচ খুনি এখনও বিদেশে পালিয়ে আছে। সরকার কুটনৈতিকভাবে আলোচনা করেছেন। তাদেরকে দেশে ফেরত এনে রায় কার্যকর করা হবে। ইতোমধ্যে কানাডা ও যুক্তরাষ্ট্রের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাকী তিন জন এখনও পলাতক। তাদের ব্যাপারেও খোঁজ খবর নেওয়া হচ্ছে।’