সারা বাংলা

মানিকগঞ্জে বাল্য বিয়ের দায়ে দণ্ড 

মানিকগঞ্জে বাল্য বিয়ের দায়ে বরের বাবাকে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড এবং কনের মাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুন দিঘি ইউনিয়নের ছুটি ভাটভাউর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, ‘বর ও কনের বাবা-মা গোপনে ছেলে-মেয়েদের বিয়ে দিয়েছেন। অপ্রাপ্তবয়স্ক সন্তানের বিয়ে দিয়ে তারা অপরাধ করেছেন বলেও স্বীকার করেছেন। অপ্রাপ্তবয়স্ক সন্তানের বিয়ে দেওয়ার অপরাধে বর আল আমিনের (২০) বাবা নাগর আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কনে ইশা আক্তারের (১৬) মা রুপালি বেগমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’

তিনি বলেন, ‘এর আগে ১৩ আগস্ট তারা বিয়ের আয়োজন করেন। সেসময় আমরা উপস্থিত হলে  উভয়পক্ষের অভিভাবক তাদের সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।’