সারা বাংলা

জামালপুরে কোয়ার্টারে নারী চিকিৎসকের লাশ

জামালপুরের মেলান্দহ উপজেলায় সুলতানা পারভীন (৩৭) নামে এক গাইনি চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। 

অবিবাহিত সুলতানা পারভীন ৩২তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পান। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আলাউদ্দিন আজাদের মেয়ে। ২০১৮ সালের ১৬ আগস্ট মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর তিনি ওই কমপ্লেক্সের কোয়ার্টারে একাই বসবাস করতেন। মাঝে-মাঝে তার মা এসে থাকতেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল হক জানান, রোববার সুলতানা পারভীনের ডিউটি ছিল না। সারা দিন তার ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে মেলান্দহ থানাকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে মৃত অবস্থায় পায়। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সুলতানা পারভীনের শরীরে প্যাথেডিন পুশের আলামত পাওয়া গেছে। এটা আত্মহত্যা কিনা ময়নাতদন্তের পর জানা যাবে।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন জানান, পারভীন সুলতানার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।