সারা বাংলা

বগুড়ায় করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৮৪

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া, জেলায় নতুন করে আরও ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় এখন পর্যন্ত মোট মারা গেছে ১৩৬ জন। আক্রান্ত হয়েছে ৬ হাজারের বেশি লোক।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপরে বগুড়া সিভিল সাজন কার্যালয়ের মেডিক‌্যাল অফিসার ডা. ফারজানুল ইসলাম এ তথ‌্য জানান।

তিনি জানান, নতুন করে ৩০৫ জনের নমুনা পরীক্ষা করে আরও ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে পুরুষ ৪২ জন, নারী ও শিশু ৪২ জন।

আক্রান্তদের মধ‌্যে সদর উপজেলার ৬৭ জন, আদমদীঘিতে তিনজন, দুপচাঁচিয়ায় তিনজন, শেরপুরে তিনজন, শাজাহানপুরে তিনজন, নন্দীগ্রাম ও ধুনটে একজন রয়েছে।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের মধ‌্যে শিশু আছে একজন, ১৮-৪০ বছরের মধ্যে ২৯ জন, ৪১-৫০ বছরের মধ্যে ২২ জন, ৫১-৭০ বছরের মধ্যে ২৯ জন ও ৭০ বছরের ওপরে তিনজন রয়েছে।