সারা বাংলা

বান্দরবানে পুড়েছে ২২টি দোকান, ৪ কোটি টাকার ক্ষতি

বান্দরবান জেলা শহরের পূরবী বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ২২টি দোকান। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব‌্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় মার্কেটের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ২২টি দোকানে তা ছড়িয়ে পড়ে।

তবে স্থানীয়দের দাবি, মার্কেটের পেছনের একটি দোকানে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়।

বান্দরবান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রাও তাতে যোগ দেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।

বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী বলেছেন, ‘আমরা তালিকা করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাযথ সহায়তা করব।’

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাকরীয়া হায়দাত বলেছেন, ‘আমরা তদন্ত করছি। পরে বলতে পারব, আসলে কত টাকার ক্ষতি হয়েছে।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ও পূরবী বার্মিজ মার্কেটের মালিক ও আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশসহ অন‌্য কর্মকর্তারা।