সারা বাংলা

বান্দরবানের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য 

বান্দরবান জেলা শহরের মধ্যমপাড়ায় অবস্থিত পূরবী বার্মিজ মার্কেটে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় মাকের্টের স্বত্বাধিকারী, আঞ্চলিক পরিষদ এর সদস্য কাজল কান্তি দাশ পুড়ে যাওয়া ২৩টি দোকানের মালিকদের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে দেন। এ সময় তিনি অতি দ্রুত মার্কেটটি ফের নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন। 

এ ছাড়া বান্দরবান পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র ইসলাম বেবী প্রত্যেক দোকানের মালিককে নগদ ৫ হাজার টাকা ও ২০ কেজি করে চাউল বিতরণ করেন।

এসময় পৌর কমিশনার দীলিপ বড়ুয়া, অজিত দাশসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পূরবী বার্মিজ মার্কেটের ২৩টি বার্মিজ পণ্যের দোকান পুড়ে যায়। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে সেনা সদস্য, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।