সারা বাংলা

বগুড়ায় করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৭

বগুড়ায় নভেল করোনাভাইরাসের সংক্রমণে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ১৪৪ জনের মৃত্যু হলো।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নিঝর মৃত্যুর তথ্য জানান। তিনি শুক্রবার (২১ আগস্ট) সকালেও জেলায় চারজনের মৃত্যু কথা জানিয়েছিলেন।

২৪ ঘণ্টায় জেলায় আরও ৫৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। ডা. নিঝর জানান, বগুড়ার ২০৯ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৫৭ জন পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৯ জন পুরুষ, ২২ জন নারী ও ৬টি শিশু রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ১৫৪ জন।

শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশি সদর উপজেলায় ৩৮ জন রয়েছেন। এছাড়া শাজাহানপুর উপজেলায় নয়জন, আদমদীঘিতে চারজন, গাবতলীতে তিনজন, সারিয়াকান্দি, সোনাতলা ও শেরপুর উপজেলায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

শনাক্তদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শিশু ৬টি, ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ১৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৭০ বছরের মধ্যে ২০ জন এবং ৭০ বছরের উপরে দুইজন রয়েছেন। জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০০৫ জন।