সারা বাংলা

বগুড়ায় করোনায় প্রাণ গেলো আরও ২ জনের, শনাক্ত ৫৮

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া, জেলায় নতুন করে আরও ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় এখন পর্যন্ত মোট মারা গেছেন ১৪৭ জন। আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৯০ জন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বগুড়া সিভিল সাজন কার্যালয়ের মেডিক‌্যাল অফিসার ডা. ফারজানুল ইসলাম এ তথ‌্য জানান।

তিনি জানান, নতুন করে ৩১৮ জনের নমুনা পরীক্ষা করে আরও ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে পুরুষ ২৭ জন, নারী ও শিশু ৩১ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের মধ‌্যে শিশু আছে পাঁচজন, ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৭০ বছরের মধ্যে ২১ জন ও ৭০ বছরের ওপরে তিনজন রয়েছেন। আক্রান্তদের মধ‌্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ১৪৪ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৯৯৯ জন।