সারা বাংলা

ঝিনাইদহে করোনায় আক্রান্ত বেড়ে ১৪৮৭

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ৭৩ জনের নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৭ জনে।  

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ১৩০টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ৫৭টির নেগেটিভ ও ৭৩টির পজিটিভ বলে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। 

জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় জেলায় ৭৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলায় ২৫ জন, কালীগঞ্জে ১৩ জন, কোটচাঁদপুরে ছয়জন, হরিণাকুণ্ডে ১১ জন ও মহেশপুর উপজেলায় একজন রয়েছে। 

সবাইকে স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

জেলায় এ পর্যন্ত আক্রান্ত ১ হাজার ৪৮৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৯০৩ জন। আর শৈলকুপা উপজেলায় চারজন, সদর উপজেলায় ১২ জন, কোটচাঁদপুরে একজন, কালীগঞ্জ উপজেলায় পাঁচজনসহ মোট ২২ জনের মৃত্যু হয়েছে।