সারা বাংলা

সুন্দরবনে হরিণের মাথাসহ ৪২কেজি মাংস উদ্ধার

সুন্দরবনে তিনটি হরিণের মাথা ও ১২টি পাসহ ৪২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে মরা পশুর খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাংস উদ্ধার করা হয়। সেসময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে নৌকা রেখেই বনের মধ্যে পালিয়ে যায় চোরা শিকারিরা। চাঁদপাই রেঞ্জের বনরক্ষিরা নৌকাটি জব্দ করে।

নৌকায় তল্লাশি করে তিনটি হরিণের মাথা, ৪২ কেজি মাংস, ১২টি পা, দুটি ছুরি, একটি দা এবং ৭৫০ ফুট ফাঁদ উদ্ধার করে বনরক্ষীরা। উদ্ধারকৃত মাংস ও মালামাল মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। 

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক এনামুল হকের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মালামালসহ হরিণের মাংস উদ্ধার করা হয়।’