সারা বাংলা

বরিশালে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের মক্রমপ্রতাপ গ্রামে ঘেরে বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ঘেরের মাছ মরে ভেসে ওঠে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ঘেরের মালিক কামাল হাওলাদার।

কামাল হাওলাদার জানান, ওই এলাকায় নিজস্ব জমিতে এক বছর আগে প্রায় এক একর আয়তনের একটি ঘের খনন করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন তিনি। গত সোমবার বিকেলের দিকে ওই ঘেরের কিছু মাছ মরে ভেসে ওঠে। মঙ্গলবার পুরো পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। এতে তার অন্তত এক লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের কথা ভাবছেন বলে জানান কামাল হাওলাদার।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।