সারা বাংলা

২ মামলায় বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি কারাগারে

মাদকদ্রব্য ইয়াবার চালান নিয়ে ডিবি (গোয়েন্দা) পুলিশের হাতে গ্রেপ্তার হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলাম।

এর আগে ভোর রাতে উপজেলা সদরের বড় বাজার এলাকায় একটি ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার কাছে পাওয়া যায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটের চালান ও দুই ফুটের মতো দুই দিকে ধারালো একটি অস্ত্র।

ডিবি পুলিশ জানায়, গোপন সূত্রে খবর মেলে মামুন ইয়াবা কারবারে জড়িত। ওই তথ্যের ভিত্তিতে একটি ফার্নিচারের দোকানে অভিযান চালানো হয়। তখন তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দোকানের চারপাশ ডিবি পুলিশ ঘেরাও করে রাখায় পালাতে পারেননি ছাত্রলীগ সভাপতি।

মামুনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ তালুকদার। একটি অস্ত্র আইনে ও অন্যটি মাদক আইনে। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।