সারা বাংলা

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্র নিহতের অভিযোগ

পিরোজপুরের সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দক্ষিণ রাজারকাঠী গ্রামে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

বুধবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল।

নিহত আব্দুল রাজ্জাক মাঝি (১২) ওই গ্রামের নয়ন মাঝির ছেলে এবং রাজারকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। 

ওসি নুরুল ইসলাম বাদল জানান, বুধবার সকালে ফুটবল খেলার জন্য দক্ষিণ রাজারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যায় রাজ্জাক। খেলা নিয়ে সেখানে স্থানীয় ফোরকান হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদারের সঙ্গে তার কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে মেহেদীর ঘুষির আঘাতে মাটিতে পড়ে যায় রাজ্জাক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় মজুমদার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি নুরুল ইসলাম বাদল।