সারা বাংলা

‘জিয়াউর রহমান জাতীয় সংগীত পরিবর্তন করতে চেয়েছিলেন’

জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করতে চেয়েছিলেন বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস‌্য শাজাহান খান এমপি।

আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‌্যে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতা সরকারি চাকরিজীবী জাতীয় পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় শাজাহান খান এমপি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করতে চেয়েছিলেন। বিজয়ের পর যদি নিজের ভাষায় জয় বাংলা বলে শ্লোগান দেয়, তাহলে সেটা হিন্দু বা আওয়ামী লীগের শ্লোগান হবে কেন? এটি মুসলমানদেরও শ্লোগান। জিয়াউর রহমান-খালেদা জিয়ার আমলে বাংলাদেশের কোন উন্নয়ন হয়নি। শেখ হাসিনা পাপীদের বিচার করেছেন।’

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা হিসাবে স্বীকার করে না, জয় বাংলাকে যারা জাতীয় ধ্বনি হিসাবে স্বীকার করে না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। জয় বাংলা শ্লোগান দিয়ে এদেশের মানুষ রণাঙ্গনে যুদ্ধ করেছে। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে পাকিস্তানি ভাবধারায় ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান চালু করেছিল।

সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মাহবুব মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নান বিশ্বাস, সহ-সভাপতি আরুক মুন্সী, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস উপস্থিত ছিলেন।

এর আগে প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপির নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে তারা বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।