সারা বাংলা

পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১০টায় পাহাড়পুর বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকার বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করছেন। আমাদের নওগাঁ জেলাতেও একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। আমাদের দাবি ওই বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমাদের ঐতিহাসিক পাহাড়পুরে আগে যে বিশ্ববিদ্যালয় ছিল সেটা পুনঃপ্রতিষ্ঠা করা হোক। এর ফলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ঐতিহাসিক পাহাড়পুর যেমন পর্যটকদের আকৃষ্ট করবে অপরদিকে শিক্ষা প্রসারে অবদান রাখতে পারবে।

ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহবায়ক   ইমামুল হাসান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন– বৌদ্ধ বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের আহবায়ক হিরা, যুগ্ম আহবায়ক শাহরিয়ার হাসান শুভ, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিশোর, মুক্তিযোদ্ধা সামছুল, পাহাড়পুর বৌদ্ধ বিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।