সারা বাংলা

কুয়াকাটা সৈকতের ভাঙন রোধে স্থায়ী প্রকল্প

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, ‘নেদারল্যান্ডের প্রযুক্তির ব্যবহার করে কুয়াকাটা ও কক্সবাজার সৈকতের ভাঙন রোধে বড় বাজেটের স্থায়ী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একনেকের অনুমোদন পেলে শিগগিরই এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।’

শনিবার (২৯ আগস্ট) বিকালে পটুয়াখালীতে কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙন পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, ‘‘বৈশ্বিক উষ্ণতাজনিত জলবায়ু পরিবর্তনের ফলে প্রচুর বৃষ্টিপাতসহ আবহাওয়ায় বিরূপ প্রভাব সৃস্টি হয়েছে। এতে সমুদ্র ও নদীর স্রোতধারার পরিবর্তনে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩৯টি পোল্ডারে বেড়িবাঁধের উন্নয়ন কাজের জন্য বিশ্বব্যাংকের তিন হাজার ২৮০ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে। 

‘ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে দশটি পোল্ডারের কাজ শুরু করা হয়েছে। বাকি ১২৯টি পোল্ডারের কাজ পাঁচ বছর মেয়াদী প্রকল্পের আওতায় খুব শিগগিরই শুরু হবে। এসব প্রকল্পের কাজ সমাপ্ত হলে বেড়িবাঁধ এবং নদী ভাঙন নিয়ে এলাকাবাসীর দীর্ঘ দিনের চলমান সমস্যার সমাধান হবে।” 

সেসময় কুয়াকাটার ভাঙন কবলিত বিভিন্ন স্থাপনাসহ উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।