সারা বাংলা

বান্দরবানে হাতির আক্রমণে নারীর মৃত্যু

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বন্য হাতির আক্রমণে আশ্রাফিয়া বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উল আলম এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। আশ্রাফিয়া বেগম সরই ইউনিয়নের আন্ধারি জামালপুর এলাকার মৃত সাহেব আলী তালুকদারের স্ত্রী।

ভোরে স্থানীয়রা নামাজ পড়তে উঠলে তালুকদারের বসতবাড়ি ভাঙচুর ও ওই নারীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়।  

সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উল আলম বলেন, ‘কয়েক দিন ধরে ১০-১২টি হাতির দল একের পর এক ঘরবাড়ি ভাঙচুর করে চলেছে। বিষয়টি বন বিভাগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানাকে জানানো হয়েছে।’

স্থানীয়রা জানান, সোমবার রাতে বন্য হাতির দল গহীন পাহাড় থেকে নেমে ফসলের ক্ষেত, বাগান ও বসতবাড়ি ভাঙচুর ও ক্ষতি করেছে। এ ঘটনায় স্থানীয়রা চরম আতঙ্কে রয়েছে।

এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার বলেন, ‘ক্ষতিগ্রস্তদের বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি এলাকাবাসীর সহায়তায় হাতিগুলোকে গহীন পাহাড়ে সরানোর ব্যবস্থা করা হবে।’