সারা বাংলা

ছেলেদের কাছ থেকে ভরণপোষণ পেতে আদালতের দারস্থ রওশন আলী

যশোরের চৌগাছা উপজেলার দুর্গাপুর গ্রামের বৃদ্ধ রওশন আলী ছেলেদের কাছে ভরণপোষণ দাবি করে আদালতের দারস্থ হয়েছেন। 

বুধবার (২ সেপ্টেম্বর) জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মামুনুর রহমান তার দুই ছেলে ও তাদের স্ত্রীদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। 

ছেলে মিজানুর রহমান ও তার স্ত্রী জোসনা বেগম; মনোয়ার হোসেন ও তার স্ত্রী বুলবুলির বিরুদ্ধে অভিযোগ করেছেন রওশন আলী। 

আদালতে করা অভিযোগ থেকে জানা গেছে, রওশন আলীর ২৪ শত জমি ছিল। তিনি এ জমিতে চাষ করে এবং বাড়ির সামনে টোং দোকান থেকে উপার্জিত অর্থ দিয়ে সংসার চালাতেন। গত ৭ এপ্রিল দুই ছেলে তাকে জোর করে রেজিস্ট্রি অফিসে নিয়ে খুন করার হুমকি দিয়ে সেই জমি লিখে নেয়। এরপর থেকে ছেলেরা বাবা-মাকে দেখাশুনা করছেন না এবং ভোরণপোষণও দিচ্ছেন না। 

৩০ আগস্ট রাতে দুই ছেলে বাবা-মাকে খেতে না দিয়ে তাড়িয়ে দেন। পর দিন টোং দোকানটিও ভেঙে দেন। এখন রওশন আলী স্ত্রীকে নিয়ে মেয়ের বাড়িতে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন বলে আদালতে জানানো হয়েছে।