সারা বাংলা

বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো তিন স্কুলছাত্রী

সিরাজগঞ্জের বেলকুচিতে একই রাতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো তিন স্কুলছাত্রী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান অভিযান চালিয়ে এই তিনটি বিয়ে বন্ধ করেন।

ফলে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আগুরিয়া গ্রামের দশম শ্রেণির ছাত্রী (১৫), দৌলতপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের দশম শ্রেণির ছাত্রী (১৫) ও ধুকুরিয়া ইউনিয়নের ধুকুরিয়া বেড়া গ্রামের দশম শ্রেণির ছাত্রী (১৬) বাল্যবিবাহ থেকে রক্ষা পায়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল হতে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।  এই ৩ কনেই ছিল অপ্রাপ্তবয়স্ক।  ৩ কনেরই বাবার কাছ থেকে ওরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা নেয়া হয়েছে।

তিনি বলেন, বর ও কনের অভিভাবকদের কাছ থেকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।