সারা বাংলা

যশোরে ১১টি পিস্তলসহ আটক ৩

যশোরের বেনাপোল সীমান্ত থেকে সীমান্তরক্ষা বাহিনী বিজিবি ১১টি পিস্তল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় তিনজনকে আটক করা হয়।   

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ৪৯ বিজিবির সিও লে. কর্নেল সেলিম রেজা সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।  

বেনাপোলে ৪৯ বিজিবির সদর দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি জানান, রঘুনাথপুর বিওপির হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘিবা এলাকায় চোরাচালানি আলমগীর হোসেন ও আনারুল ইসলামকে আটক করে। তাদের কাছ থেকে ১১টি বিদেশি পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাজা উদ্ধার করা হয়। 

তিনি জানান, পরে দুইজনের দেওয়া তথ্যে নাভারণ থেকে সাজুলকে আটক করা হয়। আটক তিনজনের বাড়ি বেনাপোলের ধান্যখোল গ্রামে।

অস্ত্র, গুলি ও মাদকসহ তিনজনকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করে বিজিবি মামলা করেছে বলে জানান এই কর্মকর্তা।