সারা বাংলা

আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

সাভারে আশুলিয়া প্রেসক্লাবের সামনে ১১’শ শ্রমিকের ৮ মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক শ্রমিক।

কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেডের) এ ওয়ান বিডি লিমিটেড কারখানা কর্তৃপক্ষ ১১’শ শ্রমিকের ৮ মাসের বকেয়া বেতন-ভাতা নিয়ে তালবাহানা করছে। এমনাবস্থায় করোনার প্রাদুর্ভাবের সময় অর্থ সংকটে নানা মানবেতর দিন পার করছেন শ্রমিকরা। ডিইপিজেড ও বেপজা কতৃপক্ষের আশ্বাসে প্রায় ১৭ বার শ্রমিকদের পাওনাদি পরিশোধের কথা থাকলেও তা হয়নি। পরে বাধ্য হয়ে বিভিন্ন সময় শ্রমিকরা আন্দোলন করলেও সুরাহা মেলেনি, উল্টো শ্রমিক ছাঁটাই করে কর্তৃপক্ষ।

এমন অবস্থায় বকেয়া পাওনাদি ও চাকরি ফিরে পেতে শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছেন বলেও জানান বক্তারা।

ওই কর্মসূচিতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তসলিমা আক্তার লিমা ও বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারশনের সভাপতি অরবিন্দু বেপারিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।