সারা বাংলা

‘মুসলিমদের সহায়তায় শ্মশান উদ্ধার সম্প্রীতির অন্যতম উদাহরণ’ 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্থানীয় মুসলিমদের সহায়তায় শ্মশান উদ্ধারের ঘটনাকে সাম্প্রদায়িক সম্প্রীতির ‘অন্যতম উদাহরণ’ বলে আখ্যায়িত করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় হচ্ছে, এটি তার প্রমাণ। 

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে মোবাইল ফোনে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। 

আখাউড়া উপজেলার রুটি গ্রামের ৮২ শতাংশ জমির ওপর শ্মশানে দীর্ঘকাল ধরে হিন্দু ধর্মালম্বীরা লাশ দাহ করে আসছিল। কয়েক বছর আগে এই জমি নিজেদের দাবি করে স্থানীয় সৈয়দ আমির হোসেন এবং তার গোষ্ঠীর লোকজন সেখানে লাশ দাহ করতে বাধা দেয়।

স্থানীয় মুসলিমদের সহযোগিতায় উপজেলা প্রশাসন রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে শ্মশানের জমি উদ্ধার করেছে।    

আইনমন্ত্রী বলেন, সকলে মিলে শ্মশান উদ্ধারের ঘটনা দেশের মানুষের কাছে সম্প্রীতির ম্যাসেজ হিসেবে যাবে। সরকার ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় সজাগ আছে বলে জানান তিনি।  

শ্মশান উদ্ধারে মূলত মুসলমানরাই এগিয়ে এসেছে বলে জানান আখাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দীপক কুমার ঘোষ। তিনি বলেন, এটি দেশে নজির হয়ে থাকবে।