সারা বাংলা

স্ত্রী-সন্তানকে কুপিয়ে স্বামীর আত্মহত্যার অভিযোগ

গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে আহত করে মনির মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন—  মনির মোল্লার স্ত্রী তানজিলা বেগম (৪০) ও ছেলে ইমদাদুল মোল্লা (২২)। তাদেরকে খুলনা মেডি‌ক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মো. মনিরুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে স্ত্রী তানজিলা বেগমের সঙ্গে স্বামী মনির মোল্লার পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মনির মোল্লা তানজিলা বেগম ও ছেলে ইমদাদুল মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করেন। পরে নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যা করেন বলে তার স্ত্রী অভিযোগ করেন।

রাতেই প্রতিবেশীরা টের পেয়ে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী ও সন্তানকে রাতেই খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

তিনি আরো জানান, মনিরের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জন্য মর্গে পাঠানো হয়েছে।