সারা বাংলা

অন্যের জমি বিক্রির চেষ্টা: পরিকল্পনাকারী গ্রেপ্তার

কুষ্টিয়ায় একটি পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে তাদের জমি বিক্রির চেষ্টার পরিকল্পনাকারী মহিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শহরের এন এস রোড থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। 

মহিবুল ইসলাম কুষ্টিয়ার সদর উপজেলার বড়বাজার এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে। এর আগে এই চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুষ্টিয়া শহরের এন এস রোডের বাসিন্দা এম এম এ ওয়াদুদ তার পারিবারিক জমি জালিয়াতি করে বিক্রির চেষ্টা করার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার পরিবারের ছয় সদস্যদের জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের জমি বিক্রির চেষ্টা করেছে প্রতারক চক্র। এই মামলায় ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করেন তিনি।