সারা বাংলা

ভারতীয় পেঁয়াজ কাল থেকে দেশে ঢুকবে

শর্ত সাপেক্ষে আগামী কাল বুধবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করবে ভারতীয় পেঁয়াজ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

হারুন উর রশিদ জানান, পূর্বের খোলা ঋণপত্রের বিপরিতে সীমান্তের ওপারে আটকে পড়া পেঁয়াজ বোঝাই ট্রাকের এক্সপোর্টের অনুমতি মিলেছে। এছাড়াও বাংলাদেশে সময় মতো প্রবেশ করতে না পারা পেঁয়াজ বোঝাই ট্রাকও বাংলাদেশে প্রবেশ করতে পারবে।

ভারতের দিল্লিতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারি পর্যায়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারতীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে জানিয়েছেন দেশের পেঁয়াজ আমদানিকারকরা। 

আমদানিকারকরা জানান, হিলি স্থলবন্দরের সীমান্তের ওপারে প্রায় দুই শতাধিক ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে আছে।