সারা বাংলা

কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক ৪ আসামি গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অস্ত্র মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামি এবং নারী ও শিশু নির্যাতন মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ৩টায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে, একই দিন দুপুর ১২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়ন ও চরপার্বতী ইউনিয়নে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

আসামিরা হলো, অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত চর পার্বতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চৌকিদার মফিজ উল্যার ছেলে মমিন উল্যাহ সোহাগ (৩৮), নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত আসামি চর পার্বতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরি মহনের ছেলে কুসুম কুমার মজুমদার (৬০), কুসুম কুমার মজুমদারের ছেলে স্বপন মজুমদার (৩৫) এবং মুছাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রংমালা এলাকার মৃত বেচারাম মজুমদারের ছেলে প্রহল্লাদ মজুমদার (৫০)।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’