সারা বাংলা

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরায় ৪ জনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে দুই নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। 

বৃহষ্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর রাত থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে মেডিক‌্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত‌্যু হয়।

সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন- কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার ওমর হোসেনের স্ত্রী তাহমিনা খাতুন (৫৫), তালা উপজেলার মাগুরা বারুইপাড়া এলাকার মৃত শমসের আলীর স্ত্রী রিজিয়া খাতুন (৭০), শ্যামনগর উপজেলার চাঁদখালি পাতড়াখোলা গ্রামের হারান মন্ডলের ছেলে বাসুদেব মন্ডল (৭৮) ও সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী এলাকার রাসেদুলের ছেলে আব্দুল মজিদ (২৪)।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের লাশ দাফন ও সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। 

জেলায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন ১০৫ জন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩১ জন।