সারা বাংলা

হবিগঞ্জে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫

হবিগঞ্জ জেলায় করোনাভাইরাসে আরো ১ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান উজ্জল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হবিগঞ্জের উপ-সহকারী কর্মকর্তা দিলীপ কুমার দাশের পিতা গণেন্দ্র লাল দাশ (৮৩) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

গণেন্দ্র লাল দাশ বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন।  গত রোববার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন।  মঙ্গলবার তার করোনাভাইরাস শনাক্ত হয়।  দু’দিন চিকিৎসা নেয়ার পর বৃহস্পতিবার তিনি মারা যান। 

ডেপুটি সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭০০ জন।  এর মধ্যে সুস্থ হয়েছেন ১২৪৭ জন।