সারা বাংলা

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে মসজিদ বিলীন

সিরাজগঞ্জের সদর উপজেলার পাঁচঠাকুরী গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদটি যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে।

শত শত বস্তা বালু ফেলেও মসজিদটি করা সম্ভব হয়নি। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সেটি নদীগর্ভে চলে যায়।  

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, গত ২৪ জুলাই বন্যায় সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের শিমলা স্পার বাঁধের ১৫০ মিটার ভেঙে যায়। একই সঙ্গে শতাধিক ঘরবাড়ি ও বহু গাছপালা মুহূর্তের মধ্যে নদীগর্ভে চলে যায়। সেই সময় মসজিদটি ভাঙনের মুখে পড়ে। তখন থেকে বালুর বস্তা ফেলে রক্ষার চেষ্টা করা হচ্ছিলো।

তিনি বলেন, গত কয়েকদিনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। কাজীপুর পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে যমুনার তীব্র স্রোতে ভাঙনে মসজিদটি বিলীন হয়ে যায়।