সারা বাংলা

পঞ্চগড়ে দেড় লাখ শিশুর ভিটামিন `এ` খাওয়ানো হবে : সিভিল সার্জন 

পঞ্চগড়ের পাঁচ উপজেলায় এবার দেড় লক্ষাধিক শিশুর ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় সাংবাদিকদের এ সব তথ্য জানান জেলা সিভিল সার্জন ফজলুর রহমান।

তিনি জানান, আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যে দুই ধাপে ১ হাজার ৭৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১৬ হাজার ৮৯০টি শিশুর এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৩৩ হাজার ৪৮৩টি শিশুর এই ক্যাপসুল খাওয়ানো হবে।

ফজলুর রহমান জানান, মোট ১ লাখ ৫০ হাজার ৩৭৩টি শিশুর মধ্যে সদর উপজেলায় ৩২ হাজার ৭৬৭টি, আটোয়ারী উপজেলায় ১৭ হাজার ৯৮৬টি, বোদা উপজেলায় ৩৬ হাজার ৬০০টি, তেঁতুলিয়া উপজেলায় ২০ হাজার ৮২০টি এবং পঞ্চগড় পৌরসভায় ৬ হাজার ৩০০টি শিশু রয়েছে। 

সভায় উপস্থিত ছিলেন, জেলা ইপিআই কর্মকর্তা হাসিনুর রহমান শাহ, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ জালাল, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহিন, সাংবাদিক কামরুজ্জামান টুটুল, রফিকুল ইসলাম, আবু তোয়ালেব, বাবুল হোসাইন, রাশেদুজ্জামান প্রমুখ।