সারা বাংলা

নোয়াখালী জজ কোর্টের নাজিরসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নোয়াখালীতে জেলা জজ কোর্টের নাজির, পেশকারসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশন সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সুবেল আহমেদ সংশ্লিষ্ট আদালতে এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিট ভুক্তরা হলেন- নোয়াখালী জেলা জজ কোর্টের নাজির মোহাম্মদ আলমগীর, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার নাজমুন নাহার ও বিজন ভৌমিক।

অভিযোগে বলা হয়েছে, মোহাম্মদ আলমগীর ১৯৯৭ সালে স্টেনোগ্রাফার হিসেবে জেলা জজ আদালত, নোয়াখালীতে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে প্রথমে রেকর্ড কিপার ও পরে নাজির হন। তার স্ত্রী নাজমুন নাহার জুডিশিয়াল পেশকার হিসেবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নোয়াখালীতে ২০০৮ সালে যোগ দেন। 

আসামি মোহাম্মদ আলমগীর তার কর্মজীবনে অবৈধ উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত অর্থের দ্বারা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে নোয়াখালী জেলা, ফেনী জেলা ও ঢাকা জেলায় সাত কোটি ৫৩ লাখ ১৩ হাজার ১৯৫ টাকা মূল্যের স্থাবর সম্পত্তির মালিকানা অর্জন করেন। 

উক্ত সম্পত্তি অর্জন করতে গিয়ে তিনি বিভিন্ন প্রতারণা ও জালিয়াতির আশ্রয় গ্রহণ করেন। মামলা তদন্তকালে জমি ক্রয়ের অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্তরা কোনো উৎস দেখাতে পারেননি।