সারা বাংলা

সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপরে

অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি সকাল ৯ টায় বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল,  দুপুর ১২ টায় বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে ঢলের পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর থেকে জেলা সদরে সরাসরি সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে গেছে।