সারা বাংলা

টাঙ্গাইলে করোনা ও যক্ষ্মা শনাক্তে চালু হলো ‘জিন এক্সপার্ট’ মেশিন 

টাঙ্গাইলে করোনা ও যক্ষ্মা শনাক্ত করতে ‘জিন এক্সপার্ট’ মেশিন চালু হয়েছে। টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ মেশিনটির উদ্বোধন করেন সংসদ সদস‌্য ছানোয়ার হোসেন।

শনিবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক মো. সদর উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক শামিউল ইসলাম, ঢাকা বিভাগের পরিচালক মো. বেলাল হোসেন, শেখ হাসিনা মেডিক‌্যাল কলেজের অধ্যক্ষ নুরুল আমিন মিঞা, সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদ উল্লাহ, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বাংলাদেশ মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক শহীদউল্লাহ কায়সার প্রমুখ।

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম জানান, এ জিন এক্সপার্ট মেশিন দিয়ে প্রতি ৪৫ মিনিটে চারটি করোনা এবং প্রতি ৪০ মিনিটে চারটি যক্ষ্মা নমুনা পরীক্ষা করা যাবে।