সারা বাংলা

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে

কয়েকদিনের ভারি বৃষ্টি ও উজানের ঢলে যমুনা নদীর পানি অব্যাহতভাবে বাড়ছে।  গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে পানি বেড়েছে ১১ সেন্টিমিটার।  কাজিপুর পয়েন্টেও পানি ৫ সেন্টিমিটার বেড়েছে।

এতে নতুন করে পানিবন্দি হয়ে পড়ছে নিম্নাঞ্চলের মানুষ।  দফায় দফায় পানি বাড়ার ফলে যমুনা তীরবর্তী এলাকার ঘর-বাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে।  ফসলহানিরও আশঙ্কা করছেন চাষিরা।

অন্যদিকে পানি বাড়ার পাশাপাশি নদীতে ভাঙনও দেখা দিয়েছে।  বিশেষ করে জেলার কাজীপুর, এনায়েতপুর ও চৌহালীতে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে।  এ কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিৎ কুমার সরকার এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে যমুনা নদীতে পানি বাড়ছে।  এভাবে পানি বাড়তে থাকলে যেকোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে।  তবে পানি বাড়লেও বন্যা হওয়ার আশঙ্কা নেই।