সারা বাংলা

গোপালগঞ্জে তুহিন মোল্লা হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জে আলোচিত তুহিন মোল্লা হত্যাকাণ্ডের প্রধান আসামি মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম ওরফে পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর)দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে  জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই ) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের আত্মীয় মিন্টু মিয়ার বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এসআই  মো. সাইফুল ইসলাম জানান, গত ৩ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের চর বয়রা গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে তুহিন মোল্লাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় গত ৪ জুলাই নিহতের বড় ভাই আরেফিন মোল্লা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৯, তাং-০৪.০৯.২০২০)।

পরে গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামি মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম ওরফে পাখিকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের ১০ দিনের রিমান্ডের নেয়র জন্য আবেদন করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।