সারা বাংলা

বান্দরবানে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ  

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার উথোয়াইয়ই মারমা (৫৪) নামে একজনকে অপহরণের অভিযোগ উঠেছে। তিনি নতুন পাড়া বাসিন্দার সাগ্য মারমার ছেলে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১০টার দিকে রোয়াংছড়ি নতুন পাড়ায় এ অপহরণের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়ার জানায়, রোববার রাতে অপহরণ ঘটনা শুনে খোঁজাখুঁজি করে এখনও পর্যন্ত তাকে কোথাও পাওয়া যায়নি। 

অপহৃত ব্যক্তির স্ত্রী উখ্যাচিং মারমা (৫০) বলেন, ‘আমরা দীর্ঘ দিন যাবত পরিবার নিয়ে রোয়াংছড়ি নতুন পাড়ায় বসবাস করছি। আমরা দিন আনে দিন খাই। গতকাল রাতে হঠাৎ করে ৫-৭ জন ঘরে ঢুকে অস্ত্র দেখিয়ে আমার স্বামী উথোয়াইয়ই মারমাকে ধরে নিয়ে যায়। তবে যারা নিয়ে গেছে, তাদেরকে চিনতে পারিনি।’

এদিকে স্থানীয়রা জানান, ‘শৈহ্লাচিং মারমা নামে আরও একজনকে নিয়ে গেলেও তাকে রাতের অন্ধকারে ছেড়ে দেওয়া হয়েছে। তবে উথোয়াইয়ই মারমাকে এখনও ছাড়া হয়নি। উথোয়াই মারমার স্বজনদের কাছ থেকে কোনো মুক্তিপণ দাবি করেনি দুর্বৃত্তরা।    এদিকে রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ কবির বলেন, ‘ঘটনার বিষয়ে জানতে আমরা অপহৃত ব্যক্তির বাসায় গিয়েছি। তবে অপহৃত ব্যক্তির পরিবার থেকে এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।’