সারা বাংলা

শরীরের রড গাঁথা অবস্থায় যুবক উদ্ধার

কুষ্টিয়ায় শহরে নির্মাণাধীন এক বাড়ির ছাদ থেকে শরীরের বাহু ও কানের পাশে রড গাঁথা অবস্থায় মুরাদ নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। এরপর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মুরাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক মেডিক‌্যাল কর্মকর্তা (আরএমও ) তাপস কুমার সরকার।

মুরাদ দিনাজপুর জেলার পার্বতীপুর সদর থানার রসুলপুর গ্রামের রফিক সর্দ্দারের ছেলে।

ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু জাফর জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের কালিশংকরপুর এলাকার আকবর ফার্মেসির পাশে নির্মাণাধীন এক বাড়ির ছাদে মুরাদকে পাওয়া যায়। এসময় তার শরীরের সঙ্গে বাহু ও কানের পাশে রড গাঁথা অবস্থায় ছিল। অনেক চেষ্টা করেও সেখান থেকে তাকে উদ্ধার সম্ভব হচ্ছিল না।তাই ভবনের রড কেটে তাকে উদ্ধার করা হয়। এ সময় তার বুকের ভেতর রডটি বিদ্ধ অবস্থায় ছিল। পরে তাকে কুষ্টিয়া ২শ ৫০ শয‌্যার হাসপাতালে ভর্তি করা হয়। 

আরএমও  তাপস কুমার সরকার জানান, বর্তমানে আহত  মুরাদ চিকিৎধীন আছেন। তবে তিনি শঙ্কামুক্ত আছেন।