সারা বাংলা

১৫ অক্টোবর পঞ্চগড়-রাজশাহী ট্রেন চালু হবে

আগামী ১৫ অক্টোবর পঞ্চগড়-রাজশাহী রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু হবে। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমন ঘোষণা দিয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় সারের বাফার গুদাম উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন। 

মন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি এই রুটে রেল যোগাযোগ স্থাপন। আগামী ১৫ অক্টোবর সেই দাবি পূরণ হতে চলছে। ইনশাআল্লাহ আমি নিজে উপস্থিত থেকে এই ট্রেনের উদ্বোধন করবো।’

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা সার গুদাম অ‌্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হান্নান শেখ।