সারা বাংলা

এমসি কলেজে ধর্ষণ: অস্ত্র উদ্ধার মামলায় ৩ দিনের রিমান্ডে সাইফুর

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণের ঘটনায় অস্ত্র উদ্ধারের মামলায় ছাত্রলীগ সাইফুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে তাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে নিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অমূল কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসা দম্পতির স্বামীকে আটকে রেখে ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে কলেজ ছাত্রাবাসে নববধূকে কয়েকজন যুবক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় ছয় ছাত্রলীগ কর্মীর নামোল্লেখসহ নয় জনের বিরুদ্ধে মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী।

আসামিরা হলেন— এমসি কলেজ ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান, অর্জুন লস্কর, বহিরাগত রবিউল ইসলাম ও তারেক। 

আসামিদের সবাই কারাগারে আছেন। তারা দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।

প্রসঙ্গত, ওইদিন রাতে ছাত্রাবাসে সাইফুরের কক্ষে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রসহ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় অস্ত্র আইনে মামলাটি দায়ের হয়। সাইফুর ধর্ষণ মামলার প্রধান আসামি।