সারা বাংলা

সুন্দরবনে ফাঁদসহ ৩ হরিণ শিকারি আটক 

সুন্দরবনে হরিণ শিকারের ফাদঁসহ তিনজনকে আটক করেছে বন বিভাগ।

সোমবার (১২ অক্টোবর)  সকালে আটক দের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— খুলনা জেলার মফক্কর আলী শেখের ছেলে সৈয়দ শেখ (৪৫), মাহবুবু শেখের ছেলে হযরত আলী শেখ (৪৩) ও পীর আলী শেখের ছেলে ফারুক শেথ (৪০)। 

এসিএফ এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় বন রক্ষীদের এক দল ওই এলাকায় অভিযান  চালায়। অভিযানে হরিন শিকারের ফাঁদসহ তিনজনকে আটক করা হয়। এসময় তল্লাসি করে ৩’শ ৩০ ফুট ফাঁদ, জবাই  করা  হরিণ ও মাংস জব্দ করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।