সারা বাংলা

বঙ্গোপসাগরে অস্ত্রসহ মিয়ানমারের ৫ ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার বঙ্গোপসাগরে একটি নৌকা থেকে অস্ত্রসহ মিয়ানমারের পাঁচ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় বাংলাদেশি সাত জেলেকে উদ্ধার করা হয়। 

সোমবার (১২ অক্টোবর) বিকেলে এক মেইল বার্তায় এই তথ্য জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বি এন এম হায়াত ইবনে সিদ্দিক। 

তিনি জানান, সোমবার ভোরে কোস্টগার্ডের সদস্যরা টহল দেওয়ার সময় বঙ্গোপসাগরে একটি নৌকা থেকে পাঁচজন অস্ত্রধারী ডাকাতকে আটক করে। তখন তাদের নৌকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাত বাংলাদেশি জেলেকে উদ্ধার করা হয়। তারা সকলে টেকনাফ উপজেলার নোয়াখালীপাড়ার বাসিন্দা। 

আটক ডাকাতরা হলেন, মো. বাকগুল্লা (২২), মো. শুকুর (২০), রবি আলম (২২), নুরুল আমিন (৩০) ও শফি আলম (২০)। তারা মিয়ানমারের আকিয়াব জেলার আড়িপাড়া অঞ্চলের বাসিন্দা। তাদের নৌকা থেকে দুটি একনলা বন্দুক, ১০টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার বি এন এম হায়াত ইবনে সিদ্দিক বলেন, বনদস্যুতা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ডাকাতি দমনে কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।