সারা বাংলা

মানুষ গড়ার কারিগর আমীর আহমেদ চৌধুরী আর নেই

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, মুক্তিযোদ্ধা, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও রেক্টর আমীর আহমেদ চৌধুরী রতন (৭৭) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে বাংলাদেশ স্পেশালাইড ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

আমির আহমেদ চৌধুরী রতনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে অরুপ চৌধুরী।

অরুপ চৌধুরী বলেন, ‘আমার বাবার জানাজার নামাজ শুক্রবার (১৬ অক্টোবর)  সকাল ১১টায় ময়মনসিংহ  ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী নিজ বাড়ি ফেনীতে কবরস্থ করা হবে। বাবার জন‌্য সবার কছে দোয়া চাই।’

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল শোক প্রকাশ করে জানান, আমীর আহমেদ চৌধরী রতন স্যার ছিলেন মানুষ গড়ার কারিগর। তার ৭৭ বছর জীবনের ৫৬ বছর কাটিয়েছেন শিক্ষকতা করে। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। এ ছাড়াও তিনি ৭ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন।

তার মৃত্যুতে ময়মনসিংহে শোকের ছায়া নেমে এসেছে।