সারা বাংলা

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কয়েদি মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত টাঙ্গাইলের আসামি মো. মাহবুবুর রহমান মাহবুবের (৭২) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর)ভোররাতে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার সুপার মো. সফিকুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মানবতাবিরোধী অপরাধী মাহবুবুর রহমান (মাহবুব) টাঙ্গাইলের মির্জাপুর থানা এলাকার মৃত আব্দুল ওয়াদুদের ছেলে। আব্দুল ওয়াদুদ মুক্তিযুদ্ধের সময় মির্জাপুর শান্তি কমিটির সভাপতি ছিলেন।

জেলার সুপার মো. সফিকুল ইসলাম খান জানান, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মাহবুবুর রহমানকে এ কারাগারে পাঠানো হয় ২০১৯ সালের ২০ জুলাই। তিনি ডায়াবেটিকস, হার্টের রোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ভোররাতে অসুস্থ হয়ে গেলে তাকে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক‌্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার ৪০ মিনিটের দিকে তিনি মারা যান।