সারা বাংলা

পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় এক হাজার যানবাহন 

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সাধারণ পণ্যবাহী ট্রাক, পরিবহন বাস ও ছোট গাড়িসহ প্রায় এক হাজার যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

অগ্রাধিকার ভিত্তিতে পরিবহন বাস ও ছোট গাড়ি পারাপারের সুযোগ পেলেও সাধারণ পণ্যবাহী ট্রাক পার হতে সময় লাগছে ১৬ থেকে ২২ ঘণ্টা।

শুক্রবার (১৬ অক্টোবর)  বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন করপোরেশনের ( বিআইডব্লিটিসি)  আরিচা কার্যালয়ের  ব্যবস্থাপক ( বাণিজ্য)  মো. সালাম হোসেন  বিষয়টি জানিয়েছেন।

মো. সালাম হোসেন জানান,  পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে ৭ কিলোমিটার আগে প্রায় ৩শ সাধারণ পণ্যবাহী ট্রাক দাড় করিয়ে রাখা হয়েছে। পাটুরিয়া ঘাটের দুটি ট্রাক টার্মিনালে নৌরুট পারের অপেক্ষায় রয়েছে ৪শ পণ্যবাহী ট্রাক। এছাড়া,  ৩শ পরিবহন ও ছোট গাড়ি পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট  পারের অপেক্ষায় রয়েছে।

সরকারি ছুটি ও শুক্রবার থাকায় এসব যানবাহনের বাড়তি চাপ পড়েছে। তবে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরি দিয়ে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপার  করা  হচ্ছে।