সারা বাংলা

ইলিশ শিকার করায় ১৯ জনের কারাদণ্ড

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১৯ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে পৃথক অভিযানকালে ওই জেলেদের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) ফারাশিদ বিন এনাম।

বিএম রুহুল আমিন জানান, জাফরগঞ্জ এলাকায় অভিযানকালে ইলিশ শিকারের দায়ে ১২ জনকে ১৬ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় আড়াই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।  

ফারাশিদ বিন এনাম জানান, যমুনা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি নৌকা থেকে সাতজনকে আটক করে ১ বছরে করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পোড়ানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল আলমসহ আনসার সদস্যরা।